সাদমান ইসলাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনকে হত্যার ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। পুলিশ জানিয়েছে, তাঁর ছাত্রী বর্ষা এবং বর্ষার প্রেমিক মাহির রহমান মাসখানেক ধরে এই হত্যার পরিকল্পনা করে আসছিলেন। বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ২৫ সেপ্টেম্বর থেকে তারা হত্যার পরিকল্পনা শুরু করে। হত্যার দিন মাহিরের সঙ্গে ছিল আরও দুই বন্ধু। তারা নতুন দুটি সুইচগিয়ার কিনে এবং মাহির এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জোবায়েদকে হত্যা করে। বর্ষাই তাকে হত্যার নির্দেশ দেয় বলে পুলিশ জানায়।