ভিডিও ডেস্ক
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন হামলার শিকার হয়েছেন। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ে এবং গালিগালাজ করে। এ ঘটনার প্রতিবাদে আখতার হোসেন ও তাঁর দলের নেতা-কর্মীরা 'ইনকিলাব জিন্দাবাদ'সহ বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনায় আওয়ামী লীগের এক কর্মীকে আটক করা হয়েছে।