ভিডিও ডেস্ক
নব্য বিসিবি পরিচালক ও গায়ক আসিফ আকবর সম্প্রতি ফুটবল নিয়ে বিরূপ মন্তব্য করায় ফুটবল অঙ্গনে প্রতিবাদের ঝড় উঠেছে। তিনি দাবি করেন, ফুটবলের কারণে ক্রিকেট খেলা ব্যাহত হচ্ছে, ফুটবলাররা উইকেট নষ্ট করছে এবং তাদের ব্যবহারও 'খুব খারাপ'। কুমিল্লার স্টেডিয়ামসহ দেশের প্রতিটি জেলা স্টেডিয়াম ফুটবল 'দখল' করে রেখেছে বলেও তিনি মন্তব্য করেন।