রোমান আহমেদ, সিলেট
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। অকাল মৃত্যু থামিয়ে দেয় তাঁর স্বপ্ন ও আলো ঝলমলে পথচলা। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করছে ভক্ত-অনুরাগীরা। আপস ১৯৭১ সালে সিলেটের দাড়িয়াপাড়ায় জন্ম নেওয়া সালমান শাহ’র গ্রামের বাড়ি ছিল জকিগঞ্জের বারহালে। আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন হলেও তিনি দর্শকপ্রিয় হয়ে ওঠেন ‘সালমান শাহ’ নামেই।