আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে নিজেদের প্রতিশ্রুতির কথা বারবার জোর দিয়েই বলছে অন্তর্বর্তী সরকার। কিন্তু ভোটের লড়াই যারা করবে, সেই রাজনৈতিক দলগুলোর কথার সুর যেন মিলছে না। বিভিন্ন ইস্যুতে বিএনপি , জামায়াতে ইসলামী , জাতীয় নাগরিক পার্টিসহ সামনের সারিতে থাকা দলগুলোর দূরত্ব যেন দিন দিন বাড়ছে। ছাড় দিয়ে সমঝোতায় আসার মনোভাব এখনো দৃশ্যমান হচ্ছে না। বরং কোনো দল প্রকারান্তরে জানিয়ে দিচ্ছে, দাবি পূরণ না হলে ভোটে যাবে কি না , তা - ও ভাবছে তারা। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচন হবে কি না, এ বিষয়ে একধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে, এমনটা মনে করছেন বিশ্লেষকেরা। গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে। এ অনিশ্চয়তা আরও বাড়বে। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই।