আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ
এক রাতের বৃষ্টিতেই শেষ চাঁপাইনবাবগঞ্জের হাজারো কৃষকের বছরের পরিশ্রম, বিনিয়োগ আর আশা। সময়ের আগেই হয়তো ঘরে তোলার কথা ছিল যে ধান, কিন্তু এখন সেই ধান ঘরে নয়— ডুবে আছে পানির নিচে। রেকর্ড ১৯১ মিলিমিটার বৃষ্টিতে আমন ধান, শীতকালীন রবিশস্য ও অসংখ্য পুকুরের মাছ ভেসে গেছে।