ভিডিও ডেস্ক
জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ মন্তব্য করেলেছেন, বিএনপির মরণের সময় চলে এসেছে। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মরণের সিগন্যাল’ দেখা দিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার ‘সিনটম’ লক্ষ্য করা গেছে। এর মধ্যে জানাজার আগে দলের মধ্যে বিভ্রান্তি ও ভুলবকা শুরু হয়েছে।