ভিডিও ডেস্ক
জীবনের শেষ বয়সে শান্তির আশায় ছিলেন বৃদ্ধ বাবা-মা। কিন্তু বার্ধ্যক্যের ভারের সঙ্গে এখন লড়তে হচ্ছে অবহেলা আর আশ্রয় হারানোর ভয় নিয়ে। রাজশাহীর পবা উপজেলার বৃদ্ধ দম্পতি আমির হোসেন সরকার ও আরেজা বিবি পারুল— এখন আদালতের দ্বারস্থ হয়েছেন নিজের ছেলের বিরুদ্ধে।