ভিডিও ডেস্ক
রংপুরের পীরগাছায় তরুণ উদ্যোক্তা আসাদুজ্জামান আরিফ এক একর জমিতে টি-ট্রি গাছের বাগান গড়ে তুলেছেন। বিদেশি বন্ধুর প্রেরণায় শুরু হওয়া এই উদ্যোগে তিনি চারা উৎপাদন ও কাটিং পদ্ধতিতে সফল হয়েছেন। বর্তমানে প্রায় ২ হাজার গাছ থেকে প্রতিদিন পাতা সংগ্রহ করে ষ্টিম মেশিনে তেল উৎপাদন করা হচ্ছে। ৫০ কেজি পাতা থেকে চার ঘন্টায় ৫০০ গ্রাম তেল এবং আড়াই লিটার হাইড্রোসেল ওয়াটার পাওয়া যায়।