নুর মোহাম্মদ, রংপুর
তীক্ষ্ণ দৃষ্টি, মনোযোগী হাত আর রঙের তুলি এভাবেই মাটির প্রতিমায় প্রাণ দিচ্ছেন মাত্র ১৪ বছরের এক কিশোর। তার নাম লিটন চন্দ্র বিশ্বাস। বয়সে ছোট হলেও শিল্পের মঞ্চে তিনি এখন প্রধান কারিগর। এ বছর ঝড়ের গতিতে পূজা মণ্ডপের প্রতিমা তৈরি হয়েছে তার হাত দিয়েই।