আবদুল কাইয়ুম, চট্টগ্রাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে ‘আমরা জমিদার, জমিদারের ওপর হস্তক্ষেপ মেনে নেব না’ বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার আমির মো. সিরাজুল ইসলামকে দল থেকে অব্যাহতি দিয়েছে উত্তর জেলা জামায়াতে ইসলামী। রোববার বিকেল ৫টার দিকে ওই জেলার প্রচার সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।