ভিডিও ডেস্ক
এটা বুড়িগঙ্গা নয়। এটা সদরঘাটও না। এটা ঢাকার গুলশান-বনানী এলাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। অভিজাত এলাকার মাঝেই মানুষ নৌকায় পারাপার করে গুলশান থেকে মহাখালী। চাইলে রাস্তায় যেতে পারেন, কিন্তু যানজটে ৩০–৪০ মিনিট লেগে যেতে পারে। আর নৌকায়? মাত্র ৩ মিনিট। ভাড়া ৫ টাকা।