ভিডিও ডেস্ক
বিস্তীর্ণ মাঠজুড়ে সারি সারি শিমখেতে বেগুনি রঙের ফুল ও পরিপক্ব সবুজ শিমে ছেয়ে গেছে চারপাশ। কৃষকেরা পরিবারের সদস্যদের নিয়ে খেত থেকে বিক্রির উপযোগী শিম সংগ্রহ করে খাঁচায় ভরে বাজারে পাঠাচ্ছেন। কেউ কেউ আবার গাড়িতে করে শিম নিয়ে যাচ্ছেন স্থানীয় হাট-বাজারে।