ভিডিও ডেস্ক
সম্প্রতি রংপুরের পীরগাছা সদর ও পারুল ইউনিয়নে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্যানুযায়ী, ১২ জন সন্দেহভাজনের মধ্যে আটজনের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়া গেছে। শুধু তাই নয়, ফ্রিজে সংরক্ষিত মাংসেও এই রোগের জীবাণু মিলেছে। ইতিমধ্যে এই রোগে দুজনের মৃত্যু হয়েছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরও প্রাণহানি এড়াতে অ্যানথ্রাক্স সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা এখন সবচেয়ে বেশি জরুরি।