ভিডিও ডেস্ক
নেত্রকোনার গারো পাহাড়ি অঞ্চল কলমাকান্দা। পূজা-অর্চনা, নাচ-গান এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয়েছে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব। শনিবার প্রদীপ জ্বালিয়ে এ উৎসবের উদ্বোধন করেন আদিবাসী লেখক ও গবেষক মতিলাল হাজং। এ উৎসবে হাজং ছাড়াও পাশাপাশি বাঙালি জনগোষ্ঠীর মানুষদের অংশ গ্রহণে মুখরিত উৎসব অঙ্গণ মিলন মেলায় পরিণত হয় ।