ভিডিও ডেস্ক
রাজশাহীর মালোপাড়ার শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ দেব বিগ্রহ ঠাকুর মন্দির। এবারের দুর্গোৎসবে ভিন্ন এক বার্তা—নারী নির্যাতনবিরোধী থিম। প্রতিমার আগেই চোখে পড়ে নির্যাতিত নারীর ছবি।সাদামাটা আয়োজন। কিন্তু বার্তা গভীর। উৎসব এবার শুধু আনন্দ নয়, হয়ে উঠেছে সচেতনতার মঞ্চ। ভক্সপপ - রতন কুমার পাল, সভাপতি, শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির, রাজশাহী। দর্শনার্থীদের সট দেওয়া আছে।