জাহিদ হাসান সাব্বির, রাজশাহী
প্রথম থেকেই সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, এর কারণে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ কম বলছেন রাকসুতে ছাত্রদল মনোনীত এজিএস পদপার্থী জাহিন বিশ্বাস এশা। এ সময় তিনি আরও বলেন, সাইবার বুলিং নিয়ন্ত্রণে এখনো নীতিমালা কার্যকর করতে পারেনি প্রশাসন এতা দুঃখজনক।