আবদুল কাইয়ুম, চট্টগ্রাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গত শনিবার দিবাগত রাতে এক ছাত্রীকে বাসায় ফেরানোকে কেন্দ্র করে শুরু হওয়া দারোয়ানের খারাপ আচরণ থেকে সংঘর্ষে রূপ নেয় ভয়াবহ পরিস্থিতি। এতে প্রায় ৪২১ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত দুজন এখনো লাইফ সাপোর্টে রয়েছেন। বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে অতীতে একাধিক সংঘর্ষ ঘটলেও এবারের রক্তক্ষয়ী ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে