ভিডিও ডেস্ক
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি করে জনভোগান্তি সৃষ্টি না করার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় এবার র্যালির পরিবর্তে খাল পরিষ্কার কর্মসূচি হাতে নিয়েছে দলটি। সোমবার বিকেল ৩টায় রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা উত্তরের বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা মিছিল নিয়ে উপস্থিত ছিলেন। এসময় বিএনপির ঢাকা উত্তরের আহ্বায়ক আমিনুল হক জানান, খাল পরিষ্কার ছাড়াও গাছ রোপণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছেন তারা।