কে এম মেহেদী হাসান, বরিশাল
বরিশালের বিসিক এলাকাজুড়ে এখন সারি সারি কাশফুলে ভরে উঠেছে প্রকৃতি। নীল আকাশ, সাদা মেঘ আর দোল খাওয়া কাশফুলের সৌন্দর্যে প্রতিদিন ভিড় করছে দর্শনার্থীরা। শিশু থেকে বয়োবৃদ্ধ সবাই মুগ্ধ হচ্ছে এ দৃশ্যে। কেউ ছবি তুলছে, কেউ উপভোগ করছে শান্ত পরিবেশ। তবে অপ্রীতিকর আচরণে সৌন্দর্য নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।