রংপুরের হরকলি হাটের এই ভ্রাম্যমাণ সেলুন নিম্ন আয়ের মানুষের ভরসা
ভিডিও ডেস্ক
রংপুরের ঐতিহ্যবাহী গ্রামীণ হরকলি হাটের এক কোনে বট গাছের ছায়ায় কয়েকজন নরসুন্দর পিরিতে বসে চুল কাটছে। নিয়মিত এই হাটের সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার বসেন তারা। এদের মধ্যে কেউ ৩০ কেউ ২০ বছর ধরে করছেন এই কাজ।