কে এম মেহেদী হাসান, বরিশাল
রঙ-বেরঙের চুড়ি আর নানান কারুকাজে সাজানো পসরা নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ান তিনি। কখনও বরিশালের বিসিক মেলায়, কখনও রাজধানীর উদ্যোক্তা উৎসবে—যেখানেই যান, সেখানে মুগ্ধতা ছড়িয়ে দেন তার হাতের কাজ। বলছি নারী উদ্যোক্তা টিউলিপের কথা—যিনি জীবনের প্রতিটি অধ্যায়ে লড়েছেন নিজের অস্তিত্বের জন্য।