ভিডিও ডেস্ক
ভোরের নরম আলো ফোটেনি তখনও। এক নবজাতক কন্যার কান্না ভেসে আসছিল। মায়ের কাছে দুধ খাওয়ার তাগিদে। কিন্তু সেই কান্না থেমে গেল মুহূর্তেই। মানসিক অসুস্থতায় ভোগা মা তুলসি রানী নিজের কোলে নেয়া ৫ মাসের কন্যাশিশুকে ঘরে নিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর রক্তাক্ত শিশুটিকে স্বামী বাবু লালের হাতে তুলে দেন তিনি।