ভিডিও ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে হঠাৎ ভূমিকম্প হলে কারখানার ফায়ার অ্যালার্ম বাজানোর পরপরই কারখানার প্রধান ফটক বন্ধ করে দেন নিরাপত্তাকর্মীরা। এ সময় কারখানার প্রধান ফটক ভাঙার সময় অর্ধশতাধিক শ্রমিক চাপা পড়েন। তাঁদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।