দেবাশীষ দত্ত, কুষ্টিয়া
কুষ্টিয়ার পৌর গোরস্তানে মা-বাবার কবরে লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য ১০ মিনিট তাঁর মরদেহ গোরস্থান চত্বরে রাখা হয়। রোববার রাত সাড়ে ৮টার দিকে ফরিদা পারভীনের মরদেহবাহী গাড়ি ঢাকা থেকে কুষ্টিয়া পৌর গোরস্তানে পৌঁছায়। সেখানে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।