ভিডিও ডেস্ক
বাঁশের কঞ্চি ও খড় দিয়ে ঘেরা ছোট-বড় সারি সারি বরজে চাষ হচ্ছে দেশি, পাটনাই, চুয়া ও ছাচি জাতের পান। এই বরজগুলোর বয়স ১৫ থেকে ৬০ বছরের মধ্যে। এটি নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চন্দ্রকোলা গ্রামের চিত্র। শুধু একটি নয়, অধিকাংশ বরজে দেখা দিয়েছে একই ধরনের পচা রোগ।