ভিডিও ডেস্ক
কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়ালখাঁ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাঈদুল ইসলাম। শনিবার বিকেলে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ পূর্ব চরপাড়াতলা গ্রামের আড়িয়ালখাঁ নদের তীরবর্তী ভাঙন এলাকা তিনি ঘুরে দেখেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে সংস্কার কার্যক্রম শুরু এবং দীর্ঘমেয়াদি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।