মিজান মাহী, দুর্গাপুর (রাজশাহী)
রাজশাহী দুর্গাপুরে সড়কে হাতি দিয়ে ভয় দেখিয়ে চাঁদাবাজির সময় ভয়ে মোটরসাইকেল থেকে পড়ে শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতির মালিক সড়কে পথরোধ করে ভ্যান, ট্রাক ও পথচারীদের ভয় দেখিয়ে টাকা তুলছিলেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করার পর হাতির মালিক হাতি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় এখনো অভিযোগ আসেনি; অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।