ভিডিও ডেস্ক
কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে বসানো টং দোকান ও স্থাপনা সরিয়ে নিতে বেলা ২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। না হলে বালিয়াড়িতে থাকা সব স্থাপনা উচ্ছেদ করা হবে বলে প্রচারণা চালানো হচ্ছে। উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল শনিবার এক জরুরি সভায় জেলা প্রশাসন প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় গড়ে তোলা স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত জানায়।