ভিডিও ডেস্ক
সাড়ে তিন বছর বয়স থেকেই আচরণ অস্বাভাবিক… ধীরে ধীরে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে শান্ত হোসেন। ময়লা-আবর্জনা খাওয়া, জিনিসপত্র ভাঙচুর থেকে শুরু করে নিজেকেই আঘাত করা, কিছুই বাদ থাকত না। অসহায় দিনমজুর বাবা আর কোনো উপায় না দেখে আট বছর বয়সে শান্তকে প্রথমে দড়ি, পরে শিকলে বেঁধে রাখতে বাধ্য হন।