পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় 'সবার আগে বলদিয়া' নামক এক সেচ্ছাসেবী সংগঠনের কাছে শুক্রবার মানেই গ্রামের উন্নয়নের অভিযান। সপ্তাহের প্রতি শুক্রবার সংগঠনের সবাই হাতে কুড়াল,কাস্তে,দাও,হাতুড়ি এবং হ্যামার নিয়ে কাক ডাকা ভোরে নেমে পড়েন পাড়া মহল্লার উন্নয়নমুলক কাজে। লক্ষ্য এলাকার অচল পুল সচল করা, ভাঙ্গা সড়ক আস্ত করে যোগাযোগের দাড় খুলে দেয়া। নিজেদের সেচ্ছাশ্রম এবং ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চিত অর্থে এভাবে এলাকার উন্নয়নে ওই সংগঠনটি প্রশংসা কুড়াচ্ছে সর্বজনে। শহীদ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়তে স্থানীয় বিএনপি পরিচয়ে সংগঠনটি গড়ে উঠেছে। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের নেতৃত্বে সেচ্ছাশ্রমে ৫২টি প্রকল্পের কাজ সম্পূর্ন হয়েছে।