ভিডিও ডেস্ক
ঋণের বোঝা টানতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় গ্রামের মিনারুল ইসলাম। বেছে নেন আত্মহত্যার পথ। তার আগে হত্যা করেন স্ত্রী মনিরা খাতুন, ছেলে মাহিম ও ছোট্ট মেয়ে মিথিলাকে। মিনারুল চিরকুটে লিখে গিয়েছেন, ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।’