কাওসার আহমেদ রিপন, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ–ডাকসু নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে সরে গেছেন আরেক জিএস প্রার্থী মাহিন সরকার। শুক্রবার সকাল সাড়ে ১১টায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদারের হাত উঁচু করে সমর্থন দেওয়ার কথা জানান মাহিন সরকার। মাহিন সরকার ‘স্বতন্ত্র সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের প্রার্থী হয়ে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির যুগ্ম সদস্যসচিব থেকে বহিষ্কার হয়েছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে মাহিন সরকার ও আবু বাকের মজুমদার দু’জনই নেতৃত্ব দেওয়া প্রথম সারির সমন্বয়ক ছিলেন।