ভিডিও ডেস্ক
ভাবুন তো, আপনার হাতে ধরা আইফোনের স্ক্রিন হঠাৎ যেন স্বচ্ছ কাচের মতো ঝলমল করছে। শুধু ঝলমল নয়, প্রতিটি শব্দ, ছবি ও লেখা যেন নতুন প্রাণ পেয়েছে! আরও স্পষ্ট, আরও জীবন্ত। এ এক নতুন অভিজ্ঞতা, আর সেটিই এনেছে iOS 26-এর ‘লিকুইড গ্লাস’ ডিজাইন। এই আপডেটে কল স্ক্রিনিং অ্যাসিস্ট্যান্ট, নতুন গেমিং ও প্রিভিউ অ্যাপ, সিস্টেম-জুড়ে ইন-অ্যাপ ট্রান্সলেশন এবং জেনমোজি ও ইমেজ প্লেগ্রাউন্ড অ্যাপের উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।