ভিডিও ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘জুলাই ৩৬’ হলের ৯১ শিক্ষার্থীকে ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলা সেই ছাত্রদল নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে শাখা ছাত্রদল। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সকালে শাখার দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল আইনে নারী শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি ও সাইবার বুলিং আইনে মামলা করা হয়েছে। অভিযুক্ত আনিসুর রহমান মিলন রাবির দর্শন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলায়।