ভিডিও ডেস্ক
যুক্তরাষ্ট্র সম্প্রতি এইচ-ওয়ান-বি ভিসার ফি বাড়িয়ে এক লাখ ডলার করায়, চীনের 'কে-ভিসা' আলোচনায় এসেছে। চীন বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মেধাবী তরুণদের নিজের দেশে আকৃষ্ট করতে 'কে-ভিসা' চালু করেছে। অক্টোবর থেকে এই ভিসা দেওয়া শুরু হবে। কিন্তু কি এই ‘কে-ভিসা’? কেন এত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেছে এই ভিসা?