কে এম মেহেদী হাসান, বরিশাল
এই ক্ষোভ আর প্রতিবাদে রঙতুলিতে প্রকাশ করেছে নগরের শিশু-কিশোরেরা। তারা শিল্পের ভাষায় ফুটিয়ে তুলেছে প্রকৃতি রক্ষার বার্তা। রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় বেলস পার্কসংলগ্ন লেকের পাড়ে শুরু হয় প্রতিবাদী চিত্রাঙ্কন প্রতিযোগিতা। লেকের চারপাশে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বরিশালের সর্বস্তরের নাগরিকরা। বরিশাল শহরে এ ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।