মিজানুর রহমান রিয়াদ, নোয়াখালী
ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ৪ অক্টোবর থেকে সাগরে মাছ ধরা ২২ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা ১০ দিন পিছিয়ে, অর্থাৎ ১৩ অক্টোবর থেকে শুরু করার দাবি জানিয়ে নোয়াখালী জেলার হাতিয়ার মৎস্য ব্যবসায়ী ও সাধারণ জেলেরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। একই সঙ্গে তারা নিষেধাজ্ঞার সময়ে বাংলাদেশের সীমানায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ রোধের দাবিও তুলেছেন।