ভিডিও ডেস্ক
অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভোটে অংশ নেওয়ার সব সুযোগ বন্ধ করে দিল অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করে নতুন একটি ধারা যুক্ত করার মাধ্যমে এই বিধান কার্যকর করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর সোমবার রাতে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। এই সংশোধনের মূল উদ্দেশ্য, আন্তর্জাতিক অপরাধ আইনে অভিযুক্ত কেউ যেন বিচারাধীন অবস্থায় রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকতে না পারেন।