ভিডিও ডেস্ক
বাবার গড়ে তোলা শখের বাগান ঘিরে এখন নতুন স্বপ্ন দেখছেন তরুণ রাসেল হোসেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে ২০২১ সালে দেশে ফিরে প্রথমে পরিবহন খাতে চাকরি নেন। তবে কৃষির প্রতি গভীর টান তাকে আবার টেনে আনে জমির কাছে। চাকরি ছেড়ে বাবার ছোট্ট কমলার বাগানে যুক্ত হন তিনি।