জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সরকার যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর বর্বরোচিত হামলা করেছে।’
তিনি বলেন, ‘গোপালগঞ্জে যারা আক্রমণ করেছে, তারা জানে না যে, এই আক্রমণ আমাদের আরও দ্বিগুণ শক্তিশালী করেছে। এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি, রাজবাড়ী দিয়েছি, এখন মানিকগঞ্জে দিচ্ছি।
‘আমরা গোপালগঞ্জে ঘোষণা দিয়েছি, গোপালগঞ্জের প্রতিটি গ্রামে কর্মসূচি করব। তাঁরা ভালোবেসে আমাদের পাশে এসে দাঁড়াবে।’ গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মানিকগঞ্জে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শহরের ভাষাশহীদ রফিক চত্বরে এই পথসভার আয়োজন করা হয়। এনসিপির পথসভা উপলক্ষে শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা ছিল। সভাস্থল ছাড়াও আশপাশের মোড়ে পুলিশ মোতায়েন করা হয়।
আরও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি ক্লিক করুন: https://www.youtube.com/c/AjkerPatrikabd