ভিডিও ডেস্ক
রাজশাহীর পদ্মা পাড় একসময় ছিল বিনোদনের শান্ত এলাকা। কিন্তু এখন ক্লাস ফাঁকি, আড্ডা আর অবাধ মেলামেশার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এসব স্থান— শিমলা পার্ক, পাঠানপাড়া মুক্তমঞ্চ, পদ্মা গার্ডেন কিংবা তালাইমারি ফুলতলা।
স্কুল–কলেজের ক্লাস চলাকালীন সময়েই এসব আড্ডা চলে ঘন্টার পর ঘন্টা। ড্রেস পরা শিক্ষার্থীরা হয়তো জানেই না, তাদের এই সময়টুকু নষ্ট হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে।