জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। প্রধান উপদেষ্টা বারবার আশ্বাস দিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আর মাত্র তিন মাস বাকি। ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন মনোনয়নপ্রত্যাশীরা। ঠিক এমন সময়েই নতুন বিতর্ক ‘সেফ এক্সিট’। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন। এখন তাঁরা নিজেরাই ভাবছেন সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান নিয়ে। এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। টকশো থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, সর্বত্র শুরু হয় আলোচনা, সমালোচনা আর নানা জল্পনা।