ভিডিও ডেস্ক
হবিগঞ্জ–বানিয়াচং সড়কে রত্না ব্রিজের পাটাতন ধসে পাথরবোঝাই একটি ট্রাক আটকা পড়ায় হবিগঞ্জের সঙ্গে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে সীমাহীন দূর্ভোগে পড়েছেন এই পথের হাজার হাজার যাত্রীরা। শুক্রবার সকাল ৯টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর উঠেই কয়েকটি পাটাতন ভেঙে নিচে বসে যায়। এতে বন্ধ হয়ে পুরোপুরি যায় যানচলাচল। বিকল্প সড়ক না থাকায় নৌকা দিয়ে নদী পাড় হতে হচ্ছে যাত্রীদের। এতে দূর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার যাত্রীর। বিশেষ করে বয়স্ক ও রোগীদের নিয়ে বিপাকে পড়তে হয়েছে অনেকের।