ভিডিও ডেস্ক
শরতের স্নিগ্ধতা যেন ছুঁয়েছে প্রকৃতির প্রতিটি কোণে...আর সেই শুভ্রতার প্রতীক কাশফুলে ভরে উঠেছে ঢাকার চারপাশজুড়ে। চারদিকে শুধু সাদা আর সাদা—যেন শুভ্রতার এক বিশাল চাদর বিছানো। শরীর-মন জুড়িয়ে দেওয়া ফুরফুরে বাতাসে সেই কাশফুল দুলছে আপন মনে। নাগরিক জীবনের নানা ব্যস্ততা আর কোলাহল থেকে দুদণ্ড শান্তি পেতে দল বেঁধে ছুটে আসছে হাজারো মানুষ।