ভিডিও ডেস্ক
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি এবং কুখ্যাত ইয়াবা গডফাদার মনির হোসেন (৩৮)কে আটক করেছে বিজিবি ৬৪ ব্যাটালিয়ন। মনির উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের জব্বর মুল্লুকের ছেলে। গত ৭ অক্টোবর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির উদ্দেশ্যে মনির রহমতের বিল এলাকায় অবস্থান করবে। উখিয়া ব্যাটালিয়ন ও বালুখালী বিওপির স্পেশাল দল অভিযান চালিয়ে মনিরকে ধাওয়া করে আটক করে এবং পরে ব্যাটালিয়ন সদরে নিয়ে যায়।