ভিডিও ডেস্ক
খাগড়াছড়িতে পর্যটন মৌসুমের মধ্যেও ভিড় লক্ষ্য করা যায়নি। সাম্প্রতিক সহিংসতার ঘটনা ও নিরাপত্তার অনিশ্চয়তার কারণে পর্যটকরা দূরে থাকায় স্থানীয় পর্যটন খাত প্রভাবিত হয়েছে। পর্যটন ঘিরে এখানে গড়ে ওঠা প্রায় ৩০০ হোটেল-মোটেল, রিসোর্টে অগ্রিম বুকিং নেই। তেমনি পর্যটক বহনকারী শতাধিক গাড়ির চাকাও প্রায় অচল। ফলে এসবের সঙ্গে জড়িত পাঁচ সহস্রাধিক শ্রমিক, দোকান কর্মচারীর অলস সময় পার করলেও মালিক পক্ষ তাঁদের বেতন, ভাতা গুনতে গিয়ে পুঁজিতে পড়ছে টান। এক কথায় পর্যটন খ্যাত খাগড়াছড়ি ও সাজেকে এখন সুনসান নীরবতা ও স্থবিরতা।