ভিডিও ডেস্ক
প্রথমে প্রাইভেট টিউশন... এরপর ত্রিভুজ প্রেম... এবং সবশেষে মর্মান্তিক মৃত্যু। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদ হোসেনের হত্যাকাণ্ড তদন্তে পুলিশ খুঁজে পেয়েছে চাঞ্চল্যকর মিল। ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. নজরুল ইসলামের ভাষ্যে: ‘এটা মিন্নির ঘটনার সাথে মোটামুটি সিমিলার।’
ঠিক যেমন রিফাত হত্যাকাণ্ডে স্ত্রী মিন্নির ভূমিকা ছিল রহস্যঘেরা, তেমনই এই মামলায়ও জুবায়েদের ছাত্রী ও তার প্রেমিকের ভূমিকা তদন্তে উঠে এসেছে নাটকীয়ভাবে। পুলিশের দাবি, রাজনীতি নয়, বরং 'ত্রিভুজ প্রেমের' জটিলতাই ডেকে এনেছে এই মৃত্যু।