ভিডিও ডেস্ক
নরসিংদীর বেলাবর গলগলিয়া গ্রামের যুবক কৃষক মোহাম্মদ রতন মিয়া প্রচলিত নিয়ম ভেঙে বেছে নেন আধুনিক টিস্যু কালচারের জি-৯ ও বারি-১ জাতের কলা চাষ। নতুন জাতের এই চাষে তিনি দেখিয়েছেন ব্যতিক্রমী সাফল্য। মাত্র ৮০ হাজার টাকা বিনিয়োগে তার আয় এখন তিন লাখ টাকা, যা স্থানীয় কৃষিতে সৃষ্টি করেছে এক নতুন আলোচনার ঝড়।