ভিডিও ডেস্ক
রুপালি পর্দায় ষাটের দশকের নায়িকাদের দেখলে এখনো যেন এক রাশ মুগ্ধতা কাজ করে। অথচ সে সময়ে কিন্তু এখনকার মতো আধুনিক মেকআপ কিট তো ছিল না, বরং মেকআপ নিখুঁত করতে অনেক বেশি পরিশ্রম করতে হতো। তবু সে সময়কার মেকআপ লুক এখনকার মেকআপ থেকে অনেকটা আলাদা, তবু আগের মেকআপে কেমন যেন এক মায়া ভ্রম সৃষ্টি করে। সে কারণেই কিনা, সেই সব লুক নানান সময় কোনো না কোনোভাবে ফিরে ফিরে এসেছে।